ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ রোববার লেনদেনের শীর্ষে রয়েছে মুন্নু সিরামিক লিমিটেড। আজ কোম্পানিটি ১১ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ২ হাজার ৯৩৮ বারে ৭ লাখ ৩৯ হাজার ৫১০টি শেয়ার হাতবদল করেছে।
এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল লিমিটেড। আজ কোম্পানিটির ২ হাজার ৭১১ বারে ৩ লাখ ৫২ হাজার ৫২২টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৮ কোটি ৩৩ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মাসিটিক্যালস লিমিটেড ৮৮৫ বারে ৭ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লংকাবাংলা ফিন্যান্স, জেমিনি সি, ড্রাগন সোয়েটার অ্যান্ড স্পিনিং, মার্কেন্টাইল ব্যাংক, স্কয়ার ফার্মা, ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড ও নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট প্যানেল লিমিটেড।
আরএম/