সপ্তাহের প্রথম কার্যদিবস রোববার ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে সর্বোচ্চ লেনদেন হয়ে শীর্ষে উঠে এসেছে মুন্নু সিরামিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
দিনশেষে, প্রতিষ্ঠানটির লেনদেন ছাড়িয়েছে ৩৮ কোটি ৭৩ লাখ টাকা। আর লেনদেন হয় মোট ৮লাখ ৮২ হাজার ৯২৬ টি শেয়ার।
লেনদেনের শীর্ষে উঠে আসা প্রতিষ্ঠানগুলোর মধ্যে দ্বিতীয় স্থানে রয়েছে সিঙ্গার বাংলাদেশ। আজ লেনদেন ছাড়ায় ৩৪ কোটি ৬৫ লাখ টাকা। আর মোট লেনদেন হয় ১৩ লাখ ১৫ হাজার ৫৯১ টি শেয়ার।
এই তালিকায় তৃতীয় অবস্থানে রয়েছে প্রিমিয়ার ব্যাংক লিমিটেড । আজ লেনদেন ছাড়ায় ২৭ কোটি ৬৭ লাখ টাকা। মোট লেনদেন হয় ১ কোটি ৭৩ লাখ ৮১ হাজার ৪৯১ টি শেয়ার।
এছাড়া টপ ট্রেড বা লেনদেনের শীর্ষে থাকা অন্যান্য প্রতিষ্ঠানগুলো হচ্ছে : ফরচুন সুজ লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবল কোম্পানি লিমিটেড, আলিফ ইন্ডাস্ট্রিস লিমিটেড, ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিসটিবিউশন কোম্পানি লিমিটেড, ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মুন্নু জুট স্টাফলার লিমিটেড, ন্যাশনাল টিউবস লিমিটেড, লিগাসি ফুটওয়ার লিমিটেড, স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড, লাফার্জহোলসিম বাংলাদেশ লিমিটেড, লিন্ডে বাংলাদেশ লিমিটেড, বিবিএস ক্যাবলস লিমিটেড।
আজকের বাজার/মিথিলা