লেনদেনের শীর্ষে মুন্নু সিরামিক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষে রয়েছে মুন্নু সিরামিক লিমিটেড। আজ কোম্পানিটি ১১ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ২ হাজার ৪৭৮ বারে ৭ লাখ ৬৩ হাজার ৯০৭টি শেয়ার হাতবদল করেছে।

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিভিও পেট্রোকেমিক্যাল লিমিটেড। আজ কোম্পানিটির ২  হাজার ৭৪২ বারে ৪ লাখ ২১ হাজার ১১২টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৯ কোটি ৯০ লাখ  টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা ইবনে সিনা লিমিটেড এক  হাজার ৯০৭  বারে ৯ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ন্যাশনাল টিউবস, বিবিএস ক্যাবলস, নাহি অ্যালুমিনিয়াম, গ্রামীণফোন, অ্যাপেক্স ফুডস, স্কয়ার ফার্মা ও আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

আরএম/