ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার লেনদেনের শীর্ষে রয়েছে যেসব কোম্পানি তার মধ্যে শুরুেই রয়েছে বসুন্ধরা পেপার মিলস লিমিটেড। কোম্পানিটি ৬৬ কোটি ৬১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ১৪ হাজার ৪৭২ বারে ৩৮ লাখ ১১ হাজার ৩৯৪টি শেয়ার হাতবদল করেছে।
দ্বিতীয় স্থানে রয়েছে আরএসআরএম স্টিল লিমিটেড। কোম্পানিটির ৪ হাজার ৬২১ বারে ৬০ লাখ ৯১ হাজার ১১টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৪২ কোটি ২০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনাইটেড পাওয়ার, বিবিএস ক্যাবলস, আলিফ ম্যানুফ্যাকচারিং কোম্পানি, আলিফ ইন্ডাস্ট্রিজ, মুন্নু সিরামিক, আনোয়ার গ্যালভানাইজিং, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ ও ফরচুন সুজ লিমিটেড।
আরএম/