ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড। আজ কোম্পানিটি ৩০ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ৩ হাজার ৫২৫ বারে ৯৮ লাখ ৬৬ হাজার ৩৬৩টি শেয়ার হাতবদল করেছে।
এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ডেল্টা ব্রাক হাউজিং লিমিটেড। আজ কোম্পানিটির ২১৩ বারে ১১ লাখ ৯৪ হাজার ৮৬৪টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ১৬ কোটি ৪৮ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা বিবিএস ক্যাবলস ৩ হাজার ৮৫৩ বারে ১৬ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড, ব্রাক ব্যাংক, রুপালী লাইফ ইন্স্যুরেন্স, বিএসআরএম স্টিল লিমিটেড, স্কয়ার ফার্মা, নাভানা সিএনজি ও কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড।
আরএম/