ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ এক্সপোর্ট ইমপোর্ট কোম্পানি (বেক্সিমকো) লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৯ দশমিক ১২ শতাংশ।
প্রসঙ্গত, আগের দুই সপ্তাহেও লেনদেনের শীর্ষে ছিল বেক্সিমকো লিমিটেড।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৭ কোটি ৬২ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৩৪ কোটি টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ৬০ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯২ কোটি টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৯৭ লাখ ৪৭ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৮৩ কোটি টাকা।
টপটেন তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- লাফার্জহোলসিম বাংলাদেশ, ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি, অ্যাডভেন্ট ফার্মা, আলিফ ইন্ডাস্ট্রিজ, উসমানিয়া গ্লাস শিট, মুন্নু সিরামিক ও স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড।
আরএম/