বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১ দশমিক ৮১ শতাংশ।
ডিএসই'র তথ্যে জানা গেছে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ৭৪ লাখ ৭ হাজার ৬১৭টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৯ কোটি ৬৫ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা ন্যাশনাল ব্যাংক লিমিটেডের শেয়ার দর ৬ দশমিক ৯৮ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৮ কোটি ৭২ লাখ ৪৮ হাজার ৪১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১৮ কোটি ৫১ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ফরচুন সুজ লিমিটেড। বিদায়ী সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৮৬ লাখ ২২ হাজার ৯২৯টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১১২ কোটি ৬৯ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- আইএফআইসি ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক, সিটি ব্যাংক, এক্সিম ব্যাংক, বিবিএস ক্যাবলস, সি অ্যান্ড এ টেক্সটাইলস এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
আজকের বাজার:এলকে/এলকে/ ৯ সেপ্টেম্বর ২০১৭