বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে দশমিক ৯৫ শতাংশ।
ডিএসই সূত্রে জানা গেছে, আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৩ কোটি ৪৭ লাখ ৩০ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২২৩ কোটি ৮৪ লাখ টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা উত্তরা ব্যাংক লিমিটেডের শেয়ার দর ১ দশমিক ৫২ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৪ কোটি ১৪ লাখ ৪৯ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬৮ কোটি ৪৪ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৪ কোটি ২৩ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৬১ কোটি ৫০ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ব্র্যাক ব্যাংক, এক্সপোর্ট ও ইমপোর্ট (এক্সিম) ব্যাংক অব বাংলাদেশ, আমরা নেটওয়ার্ক, সিটি ব্যাংক, শাহজালাল ইসলামী ব্যাংক, ন্যাশনাল ব্যাংক এবং ইফাদ অটোস লিমিটেড।
আজকের বাজার:এলকে/এলকে ১৪ অক্টোবর ২০১৭