ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বুধবার ২২ নভেম্বর লেনদেনের শীর্ষে রয়েছে ব্যাংক বহির্ভূত আর্থিক খাতের কোম্পানি লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। কোম্পানিটি বুধবার দিনশেষে ৬০ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্র মতে, কোম্পানিটি আজ ২ হাজার ৫৬৮ বারে ৮৮ লাখ ৬১ হাজার ৪০৪টি শেয়ার লেনদেন করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্যাংক খাতের কোম্পানি এবি ব্যাংক লিমিটেড। বুধবার কোম্পানিটি ১ কোটি ৪৮ লাখ ৮২ হাজার শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩৭ কোটি ২৬ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মা। দিনশেষে কোম্পানিটি বুধবার ২ হাজার ৬০৩ বারে ১০ লাখ ২৭ হাজার ৭১২টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ৩১ লাখ ৪২ হাজার টাকা।
তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে ইউনাইটেড পাওয়ার ২৫ কেটি ৯২ লাখ টাকা, সিএমসি কামাল ২৩ কেটি ৪৩ লাখ টাকা, ফাস ফাইন্যান্স ২১ কোটি ৭০ লাখ টাকা, ঢাকা ব্যাংক ২১ কেটি ৩৩ লাখ টাকা, বিবিএস ক্যাবলস ২১ কোটি ১ লাখ টাকা, গ্রামীনফোন ১৮ কোটি ৪৩ লাখ টাকা এবং কেয়া কসমেটিকস ১৬ কোটি ৮২ লাখ টাকার লেনদেন করেছে।
আজকের বাজার:এলকে/এলকে ২২ নভেম্বর ২০১৭