লেনদেনের শীর্ষে লংকাবাংলা ফিন্যান্স

বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ৩ দশমিক ৭৪ শতাংশ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ৩৭ লাখ ৩২ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৯৬ কোটি ৪২ লাখ টাকা।

তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেডে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১৩ লাখ ৪২ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৮ কোটি ৫ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ২০ লাখ ৪৫ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৬ কোটি ৯৩ লাখ টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ব্রাক ব্যাংক ৬৪ কোটি ৬৬ লাখ, মুন্নু সিরামিক ৬২ কোটি ১৪ লাখ, ইউনিক হোটেল ৫৫ কোটি ৫৫ লাখ, আনোয়ার গ্যালভানাইজিং ৫২ কোটি ১৩ লাখ, প্যারামাউন্ট টেক্সটাইল ৪৯ কোটি ১৩ লাখ, কেয়া কসমেটিকস ৪৭ কোটি ৮৮ লাখ ও আলিফ ইন্ডাস্ট্রিজ ৪৩ কোটি ৫১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।