ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ সোমবার লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। লেনদেনে সেরা কোম্পানির তালিকার শীর্ষে থাকা কোম্পানিটি আজ ৪৪ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ২ হাজার ৭৫২ বারে ৭০ লাখ ৭০ হাজার ৬৫১টি শেয়ার হাতবদল করেছে। এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সিটি ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির ২ হাজার ৪৫৪ বারে ১ কোটি ৪ লাখ ৩১ হাজার ৮৮টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৩৯ কোটি ৬০ লাখ ১৪ হাজার টাকা। তালিকার তৃতীয় স্থানে থাকা বেক্সিমকো ফার্মা ২ হাজার ২৪৪ বারে ৩৫ কোটি ৫১ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আইডিএলসির ৩২ কোটি ৬৫ লাখ ৩৭ হাজার টাকা, স্কয়ার ফার্মার ৩২ কোটি ৫৪ লাখ ৭৫ হাজার টাকা, এসিআইয়ের ২৮ কোটি ৩৭ লাখ ৬৬ হাজার টাকা, আরএসআরএম স্টিলের ২৫ কোটি ৯৩ লাখ ৫৬ হাজার টাকা, নাভানা সিএনজির ২২ কোটি ৭৯ লাখ ৩১ হাজার টাকা, রিজেন্ট টেক্সটাইলের ২০ কোটি ৭৫ লাখ ৯৬ হাজার টাকা এবং ডরিন পাওয়ারের ১৯ কোটি ৭১ লাখ ৪১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে।