বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ার লেনদেন বেড়েছে ৫.৪ শতাংশ।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৩৩ কোটি ২৮ লাখ টাকার শেয়ার লেনদেন। সর্বশেষ কোম্পানির শেয়ারটি ৫৫ টাকা ৭০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা রিজেন্ট টেক্সটাইল লিমিটেডের শেয়ার লেনদেন ৪ দশমিক ৬০ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২৮ কোটি ১৯ লাখ টাকার শেয়ার লেনদেন। সর্বশেষ কোম্পানির শেয়ারটি ৩১ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে গ্রামীণফোন লিমিটেডের শেয়ার লেনদেন ৩ দশমিক ৯০ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন। সর্বশেষ কোম্পানির শেয়ারটি ৩৪৪ টাকা ৪০ পয়সা দরে লেনদেন হয়।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, সিভিও, বেক্সিমকো লিমিটেড, ব্র্যাক ব্যাংক, সিটি ব্যাংক এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।
আজকের বাজার: এলকে/এলকে ৩০ জুন ২০১৭