ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ২রা আগষ্ট বুধবার লেনদেনের শীর্ষে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিটি বুধবার ৯১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ডিএসই’র তথ্য অনুযায়ী, কোম্পানিটি ২রা আগষ্ট ৪ হাজার ৮১৩ বারে এক কোটি ৬৩ লাখ ১৩ হাজার ৬০৯টি শেয়ার হাতবদল করেছে।
এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির ৪ হাজার ১৯ বারে ৩ কোটি ৪ লাখ ২৩ হাজার শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৩৮ কোটি ৪৬ লাখ টাকা।
তালিকার তৃতীয় স্থানে থাকা সাইফ পাওয়ারটেক ৪ হাজার ১৭৬ বারে ৭১ লাখ ৮৭ হাজার ৭৩৬ টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে তুং হাই নিটিং ৩৩ কোটি ৭২ লাখ টাকা, ফু-ওয়াং ফুড ৩১ কোটি ৬৬ লাখ টাকা, সিটি ব্যাংক ৩০ কোটি ৩৬ লাখ, বিবিএস ক্যাবলস ৩০ কোটি ২৮ লাখ টাকা, আইএফআইসি ব্যাংক ২৮ কোটি ৫৯ লাখ টাকা, মার্কেন্টাইল ব্যাংক ২৬ কোটি ১০ লাখ টাকা ও ওয়ান ব্যাংক ২৫ কোটি ২৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
আজকের বাজার: এলকে/এলকে ২রা আগষ্ট ২০১৭