ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে রয়েছে যেসব কোম্পানি তার মধ্যে প্রথমেই রয়েছে সিঙ্গার বাংলাদেশ লিমিটেড। এদিন কোম্পানিটি ৪৩ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র অনুযায়ী কোম্পানিটি আজ ৪ হাজার ৬৮ বারে ২১ লাখ ৩৭ হাজার ৩৭৭টি শেয়ার হাতবদল করেছে।
তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড। এ কোম্পানিটির ২ হাজার ১১৬ বারে ১২ লাখ ৩৪ হাজার ২৬টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৩৯ কোটি ৭ লাখ টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- কেডিএস অ্যাক্সেসরিজ, বিবিএস ক্যাবলস, মুন্নু সিরামিক, লিগ্যাসি ফুটওয়্যার, বসুন্ধরা পেপার মিল, কুইন সাউথ টেক্সটাইল, প্যারামাউন্ট টেক্সটাইল ও পেনিনসুলা চিটাগং লিমিটেড।
আরএম/