লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১ আগষ্ট মঙ্গলবার লেনদেনের শীর্ষে রয়েছে সিটি ব্যাংক লিমিটেড। লেনদেনে শীর্ষে থাকা কোম্পানিটি আজ ৪৮ কোটি ১৪ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ডিএসই’র তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ২ হাজার ৭৩৩ বারে ১ কোটি ১৪ লাখ ১১ হাজার ২০৯টি শেয়ার হাতবদল করেছে।

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে সি অ্যান্ড এ টেক্সটাইল লিমিটেড। আজ কোম্পানিটির ৫ হাজার ২০৪ বারে ৩ কোটি ৬৯ লাখ ২৪ হাজার শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৪৫ কোটি ৭৮ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা লংকাবাংলা ফিন্যান্স ২ হাজার ২০৬ বারে ৬৪ লাখ ৯৩ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে ওয়ান ব্যাংক ২৫ কোটি ৭০ লাখ টাকা, প্রিমিয়ার ব্যাংক ২৫ কোটি ৪২ লাখ টাকা, ফু-ওয়াং ফুড ২৩ কোটি ৫৩ লাখ টাকা, ফরচুন সুজ ২১ কোটি ৭৯ লাখ টাকা, এনবিএল ২১ কোটি ৭১ লাখ টাকা, গ্রামীণফোন ২০ কোটি ৮৯ লাখ টাকা ও ইফাদ অটোস ২০ কোটি ৫৩ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।