লেনদেনের শীর্ষে সিটি ব্যাংক

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১১ অক্টোবর বুধবার লেনদেনের শীর্ষে রয়েছে সিটি ব্যাংক লিমিটেড। বুধবার কোম্পানিটি ৫৫ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ডিএসই সূত্রের তথ্য অনুযায়ী, কোম্পানিটি বুধবার ২ হাজার ৬০৮ বারে এক কোটি ১৫ লাখ ৮ হাজার ৪৬৩টি শেয়ার হাতবদল করেছে।

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফিন্যান্স লিমিটেড। বুধবার কোম্পানিটির দুই হাজার ৫৩১ বারে ৮৩ লাখ ৬৯ হাজার ৬৩টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৫৩ কোটি ৯৮ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা ব্রাক ব্যাংক ৩ হাজার ৩২৬ বারে ৫৩ কোটি ৪১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে উত্তরা ব্যাংক ৫৩ কোটি ২৫ লাখ, আমরা নেটওয়ার্কস ২৯ কোটি ৯৯ লাখ টাকা, এক্সিম ব্যাংক ২৯ কোটি ৪৭ লাখ টাকা, শাহজালাল ইসলামী ব্যাংক ২৭ কোটি ৯২ লাখ টাকা, ইসলামী ব্যাংক ২৭ কোটি ৬৯ লাখ টাকা, আল-আরাফাহ ইসলামী ব্যাংক ২৫ কোটি ৫৫ লাখ টাকা ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের ২১ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজকের বাজার:এলকে/এলকে ১১ অক্টোবর ২০১৭