লেনদেনের শীর্ষে স্কয়ার ফার্মা

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষদিন বৃহস্পতিবার লেনদেনের শীর্ষে ছিল স্কয়ার ফার্মাসিটিক্যালস লিমিটেড। এই দিন কোম্পানিটির ২৩ কোটি ৯৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

ডিএসই সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার কোম্পানিটির এক হাজার ২৩২ বারে ৭ লাখ ৮০ হাজার ২৫১টি শেয়ার হাতবদল হয়েছে।

তালিকার দ্বিতীয় স্থানে ছিল ইফাদ অটোস লিমিটেড রয়েছে। কোম্পানিটির এক হাজার ৭২৭টি ট্রেডের মাধ্যমে ১৪ লাখ ৮২ হাজার ৭০৪টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ১৯ কোটি ৯১ লাখ টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড এক হাজার ২৬৭ বারে ১৩ কোটি ৩৭ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

এ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলোর মধ্যে আমরা নেটওয়ার্কস ১২ কোটি ১২ লাখ, ন্যাশনাল টিউবস ১০ কোটি ৭ লাখ, বিডি থাই ৯ কোটি ৭০ লাখ, লাফার্জ সুরমা ৯ কোটি ৪১ লাখ, ইউনাইটেড পাওয়ার ৭ কোটি ৮৯ লাখ, সিটি ব্যাংক ৭ কোটি ৫ লাখ ও ইসলামী ব্যাংক ৬ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

আজকের বাজার : জাকির/ এসএস ১১ জানুয়ারি ২০১৮