বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির তালিকায় স্থান করে নিয়েছে জ্বালানি-বিদ্যুৎ খাতের ৩ কোম্পানি। আলোচ্য সপ্তাহে তালিকার শীর্ষে উঠে এসেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড। কোম্পানিটির ২৯ দশমিক ৯১ শতাংশ দর বেড়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ৮৪ লাখ ৮৯ হাজার ২৩৪টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ২৫৪ কোটি ৭৪ লাখ টাকা।
তালিকার ৬ষ্ঠ স্থানে রয়েছে ইউনাইটেড পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ২০ লাখ ৭৮ হাজার শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৫ কোটি ১০ লাখ টাকা।
তালিকার দশম স্থানে রয়েছে সামিট পাওয়ার লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির এক কোটি ৫৩ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৬৩ কোটি ৮৩ লাখ টাকা।
লেনদেনের তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- বিবিএস ক্যাবলস, কনফিডেন্স সিমেন্ট,আমান ফিড, দ্য পেনিনসুলা চিটাগং, অ্যাক্টিভ ফাইন কেমিক্যালস, নাহি অ্যালুমিনিয়াম, ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেড।