লেনদেনের সময় বাড়াতে একমত ২ স্টক এক্সচেঞ্জ

পুঁজিবাজারে লেনদেনের সময় বাড়াতে একমত হয়েছে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ। সম্প্রতি প্রতিষ্ঠান দুটির উর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠকে লেনদেন বাড়ানোর বিষয়ে এ সিদ্ধান্ত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার।

সূত্র মতে, স্বাভাবিক লেনদেনের সময় ৩০ মিনিট বাড়াতে সম্মত হয়েছে দুই স্টক এক্সচেঞ্জ। আর স্বাভাবিক লেনদেন চালুর আগে ও পরে ‘প্রি-মার্কেট’ ও ‘আফটার আওয়ার মার্কেট’ নামে আরও ৩০ মিনিট সময় বাড়ানোর ব্যাপারে একমত পোষণ করা হয়েছে।

স্বাভাবিক লেনদেনের সময় একই থাকলেও ‘প্রি-মার্কেট’ ও ‘আফটার আওয়ার মার্কেট’ অভিন্ন দুই স্টক এক্সচেঞ্জের। সফটওয়্যারের কারণে এভাবে লেনদেন করতে চায় প্রতিষ্ঠান দুটি।

বর্তমানে দেশের ডিএসই ও সিএসইতে স্বাভাবিক লেনদেন সময় সকাল সাড়ে ১০টা থেকে দুপুর আড়াইটা। একদিনে মোট ৪ ঘণ্টা লেনদেন হয়। ডিএসই কর্তৃপক্ষ জানিয়েছে, অতিরিক্ত ১ ঘণ্টার ট্রেডিং আওয়ারে নিয়ন্ত্রক সংস্থা সম্মতি দিলে লেনদেন শুরুর আগেই (প্রি-মার্কেট সেশন) বিনিয়োগকারীরা তাদের শেয়ার ক্রয় বা বিক্রয় আদেশ দিতে পারবেন। তবে এ সময়ে লেনদেন সম্পন্ন হবে না।

লেনদেন সম্পন্ন হবে স্বাভাবিক লেনদেন সময় চালুর সঙ্গে সঙ্গে। অন্যদিকে স্বাভাবিক লেনদেন সময় শেষে (আফটার আওয়ার ট্রেড) বিনিয়োগকারীরা আগের ক্রয় বা বিক্রয় আদেশগুলো সংশোধন করে লেনদেন সম্পন্ন করার সুযোগ পাবেন।

উন্নত বিশ্বে ‘প্রি-মার্কেট’ ও ‘আফটার আওয়ার মার্কেট’ চালু রয়েছে। বাংলাদেশে ১৯৯৯ সালে সিএসই আফটার আওয়ার ট্রেড চালু করে। শুরুতে আধা ঘণ্টা অতিরিক্ত লেনদেন চালু রাখলেও এখন তা ৫ মিনিটে নামিয়ে এনেছে প্রতিষ্ঠানটি। তবে ক্ষেত্রবিশেষে ১৫-২০ মিনিটও অতিরিক্ত সময় লেনদেন চালু রাখে সিএসই।

সিএসইর ব্যবস্থাপনা পরিচালক সাইফুর রহমান মজুমদার বলেন, লেনদেনের সময় বাড়াতে দুই স্টক এক্সচেঞ্জই একমত হয়েছে। বিএসইসির অনুমোদন পেলেই এটি কার্যকর হবে।

তিনি আরও বলেন, সিএসইতে দুপুর আড়াইটায় স্বাভাবিক লেনদেন সময় শেষ হওয়ার পরও পরের ৫ মিনিট ধরে লেনদেন চলে, যা ২টা ৩৫ মিনিটে শুরু হয়ে শেষ হয় ২টা ৪০ মিনিটে। এ সময় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক যেকোনো ক্যাটাগরির বিনিয়োগকারী কেবল ওইদিনের ক্লোজিং দরেই লেনদেনের অর্ডার দিতে পারেন। তবে সফটওয়্যারের কারণে এটি আমরা একত্রে করতে পারবো না। যার যার মতো করে করতে হবে।

আজকের বাজার:এলকে/ এলকে/ ০৯ জুলাই ২০১৭