সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ২১ ডিসেম্বর ঊর্ধ্বমূখী প্রবণতায় চলছে লেনদেন। বেলা সাড়ে ১১টায় উত্থানে লেনদেন হচ্ছে দেশের পুঁজিবাজারে। ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ ( সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
বেলা সাড়ে ১১টায় ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬১৯৯ পয়েন্টে।
একঘণ্টায় ডিএসইতে ৯৯ কোটি ৫০ লাখ টাকার লেনদেন হয়েছে। এ সময় পর্যন্ত ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১৫৮টির, কমেছে ৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৩টির দর।
এসময় সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯১৮৯ পয়েন্টে।
বেলা সাড়ে ১১টা পর্যন্ত সিএসইতে ২ কোটি ৮২ লাখ টাকার লেনদেন হয়েছে। একঘণ্টায় সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৪৫টির, কমেছে ৩৮টির এবং অপরিবর্তিত রয়েছে ২৬টির দর।
আজকের বাজার:এসএস/২১ডিসেম্বর ২০১৭