লেনদেন কমেছে ডিএসইতে

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার সূচকের উঠানামায় লেনদেন চলে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। দিনশেষে উভয় পুঁজিবাজারেই নিম্নমূখী প্রবনতায় লেনদেনে শেষ হয়। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দর হারিয়েছে। ডিএসইতে কমেছে মোট লেনদেনের পরিমান। আজ মোট লেনদেন হয়েছে ৪৪৯ কোটি টাকা ৪ লাখ টাকা।

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ১পয়েন্ট কমে অবস্থান করে ৫ হাজার ১৮৭ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১১ টির দর কমেছে ২০৬ টির আর অপরিবর্তিত রয়েছে ৩৬ টির।

অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ২২ কোটি ৮৮ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৮৪২ পয়েন্টে। লেনদেন হওয়া ২৫১ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর কমে ১৫৭ টির দর বাড়ে ৬৮ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ২৬ টির দর।

 

আজকের বাজার/মিথিলা