দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) মঙ্গলবার মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতার মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দর কমেছে।
এদিন ডিএসইতে ৭০৫ কোটি ৭১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা গত কালের তুলনায় ৫৫ কোটি ১০ লাখ টাকা কম। সোমবার ডিএসইতে ৭৬০ কোটি ৮২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।
ডিএসইতে মোট লেনদেনে অংশ নেয় ৩২৭টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ২০৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর।
এদিকে ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ২৪ পয়েন্ট কমে ৫ হাজার ৫৭১ পয়েন্টে অবস্থান করছে। ডিএসইএস বা শরীয়াহ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ২৮২ পয়েন্টে। আর ডিএস৩০ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৬ পয়েন্টে।
সিএসইতে ৪৪ কোটি ৯২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৭৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ২৫৫ পয়েন্টে।
এছাড়া সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪০টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭২টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টি কোম্পানির শেয়ার।
আজকের বাজার রিপোর্ট: আরআর/১৮.০৪.২০১৭