বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের সেরা কোম্পানির তালিকায় রয়েছে বারাকা পাওয়ার লিমিটেড। গত সপ্তাহে কোম্পানিটির ৫ দশমিক ২৬ শতাংশ লেনদেন করে তালিকার শীর্ষে রয়েছে।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, বারাকা পাওয়ার আলোচিত সপ্তাহে ৪ কোটি ২ লাখ ৬৪ হাজার ৯৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ২০৭ কোটি ৩৮ লাখ ৪ হাজার টাকা।
তালিকার দ্বিতীয় স্থানে থাকা লংকাবাংলা ফিন্যান্সের ১০ দশমিক ১৮ শতাংশ লেনদেন বেড়েছে। গত সপ্তাহে কোম্পানিটি ৩ কোটি ১৮ লাখ ৫১ হাজার ৩৭৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য ১৮৭ কোটি ৪০ লাখ ১৮ হাজার টাকা।
বেক্সিমকোর লেনদেন বেড়েছে ৬ দশমিক ৪৮ শতাংশ। গত সপ্তাহে কোম্পানিটি ৩ কোটি ৫১ লাখ ৬৪ হাজার টাকার শেয়ার লেনদেন করেছে।
তালিকায় থাকা অন্য কোম্পানির মধ্যে এ্যাপোলো ইস্পাত ৪ দশমিক ১৮ শতাংশ, ইফাদ অটোস ৩ দশমিক ১ শতাংশ, এএফসি অ্যাগ্রো বায়োটেক ১৩ দশমিক ৭২ শতাংশ, সিএমসি কামাল ১১ দশমিক ২০ শতাংশ, তিতাস গ্যাসের ৮ দশমিক ৩ শতাংশ ও সেন্ট্রাল ফার্মার ১ দশমিক ৯ শতাংশ লেনদেন বেড়েছে।
সুত্র: অর্থসূচক