সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার সূচকের উত্থানে লেনদেন চলে দেশের দুই পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে। দিনশেষে ডিএসইতে বেড়েছে মোট লেনদেনের পরিমান। আজ মোট লেনদেন হয়েছে ৪৮১ কোটি টাকা ১৬ লাখ টাকা। লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে বেশিরভাগেরই দর বেড়ে লেনদেন হয়েছে।
ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান মূল্যসূচক (ডিএসইএক্স) ৩০ পয়েন্ট বেশি অবস্থান করে ৫ হাজার ১৬৯ পয়েন্টে। মোট লেনদেন হওয়া ৩৫৩ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২১৮ টির দর কমেছে ৮৩ টির আর অপরিবর্তিত রয়েছে ৫২ টির।
অপরদিকে দেশের আরেক পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ছাড়িয়েছে ১৭ কোটি ১০ লাখ টাকা। এদিন সিএসইর সার্বিক মূল্যসূচক ৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫ হাজার ৭৯২ পয়েন্টে। লেনদেন হওয়া ২৬৭ টি প্রতিষ্ঠান ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বাড়ে ১৫৭ টির দর কমে ৭৭ টির আর অপরিবর্তিত অবস্থায় থাকে ৩৩ টির দর।
আজকের বাজার/মিথিলা