সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার ২৫ জানুয়ারী ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন আগের দিনের তুলনায় কমেছে। তবে ডিএসইর সব সূচক বেড়েছে।সেই সঙ্গে কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর ।
অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচকে উত্থান হয়েছে। এদিন লেনদেন আগের দিনের তুলনায় বেড়েছে। কিন্তু বেশিরভাগ কোম্পানির শেয়ার ও ইউনিট দর কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইতে ৪১২ কোটি ৯০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। যা আগের দিন হয়েছিল ৪২৪ কোটি ৩২ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ৩৬ কোটি ২৪ লাখ টাকার। যা আগের দিন হয়েছিল ৩২ কোটি ৫০ লাখ টাকা।
ডিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ১১৭টির বা ৩৫.০৩ শতাংশ কোম্পানির। আর দর কমেছে ১৬১টির বা ৪৮.২০ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ৫৬টির বা ১৬.৭৬ শতাংশ কোম্পানির। অপরদিক সিএসইতে হাত বদল হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দর বেড়েছে ৮৩টির বা ৩৬.২৪ শতাংশ, কমেছে ১১৪টির বা ৪৯.৭৮ শতাংশ এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির বা ১৩.৯৭ শতাংশ কোম্পানির।ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১৫.১১ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ৬২১৬ পয়েন্টে।
সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ৩০.৫৮ পয়েন্ট বেড়ে দাড়িয়েছে ১৯১৮০ পয়েন্টে।
আজকের বাজার:এসএস/২৫জানুয়ারি ২০১৮