দেশের উভয় পুঁজিবাজারে সূচক বাড়লেও কমেছে লেনদেন। সপ্তাহের তৃতীয় কার্যদিবস বুধবার ৩জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আগের দিনের তুলনায় লেনদেন কমেছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
বুধবার ডিএসইতে মোট ৫৭৬ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে প্রায় ৩০ কোটি ৩২ লাখ টাকা কম। গতকাল ডিএসইতে লেনদেন হয়েছিল ৬০৬ কোটি ৮৯ লাখ টাকা।
এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১৯৫টির, কমেছে ১০১টির। আর অপরিবর্তিত রয়েছে ৪০টি কোম্পানির শেয়ার দর।
ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩৮ পয়েন্ট বেড়ে ৬ হাজার ৩১৮ পয়েন্টে অবস্থান করছে।
অন্যদিকে আজ চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৩০ কোটি ১২ লাখ টাকার লেনদেন হয়েছে। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১২২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ৫৪৪ পয়েন্টে। সিএসইতে লেনদেন হওয়া ২২৯টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ৬৬টির এবং অপরিবর্তিত রয়েছে ২৩টির শেয়ার দর।
আজকের বাজার:এসএস/৩জানুয়ারি ২০১৮