৩০ অক্টোবর সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) এর মূল্য সূচকের সামান্য উত্থানে শেষ হয়েছে সারাদিনের লেনদেন।
তবে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ শেয়ারের দরপতন হয়েছে আজ।
এদিন দুই স্টক এক্সচেঞ্জেই আগের দিনের তুলনায় লেনদেনের পরিমাণ কমেছে।
বাজার বিশ্লেষণে দেখা যায়, সোমবার ডিএসইতে ৫০৯ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
যা আগের দিনের তুলনায় ১৩১ কোটি ২২ লাখ টাকা কম।
আগের দিন এ বাজারে ৬৪০ কোটি ৮৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল। আজ ডিএসইতে মোট ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেনে অংশ নেয়।
যার মধ্যে দর বেড়েছে ১৪০টির, কমেছে ১৫২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টির শেয়ার দর। প্রধান মূল্য সূচক (ডিএসইএক্স) দশমিক ৮৩ পয়েন্ট বেড়ে ৫ হাজার ৯৯৬ পয়েন্টে অবস্থান করছে।
শরীয়াহ সূচক (ডিএসইএস) ৪ পয়েন্ট বেড়ে এক হাজার ৩১০ পয়েন্টে অবস্থান করছে। ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৬২ পয়েন্টে।
অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ২৯ কোটি ১৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে আজ। সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ২৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৬৫ পয়েন্টে।
সিএসইতে মোট ২৪৬টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড লেনদেন হয়েছে। যার মধ্যে দর বেড়েছে ১০৪টির, কমেছে ১০৮টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টি কোম্পানির শেয়ার।
আজকের বাজার : এমএম / ৩০ অক্টোবর ২০১৭