লেনদেন বাড়লেও সূচক কমেছে উভয় পুঁজিবাজারে

সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার,২০ ডিসেম্বর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই)  মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে আগের দিনের তুলনায় বেড়েছে লেনদেন । ঢাকা স্টক এক্সচেঞ্জ(ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।  অপর  পুঁজিবাজার  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও লেনদেনে একই চিত্র দেখা যায় ।

বুধবার ডিএসইতে ৫১১ কোটি ৫৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা আগের দিনের তুলনায় ৪৬ কোটি ১ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। আগের দিন এ বাজারে ৪৬৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে মোট লেনদেনে অংশ নিয়েছে ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ১০৬টির, কমেছে ১৮০টির। আর অপরিবর্তিত রয়েছে ৪৫টি কোম্পানির শেয়ার দর।

ডিএসইএক্স বা প্রধান মূল্য সূচক ৩২ পয়েন্ট কমে ৬ হাজার ১৯৬ পয়েন্টে অবস্থান করছে।

অন্যদিকে  চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৪৩ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

সিএসইর সার্বিক সূচক সিএএসপিআই ১০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৯ হাজার ১৮২ পয়েন্টে। সিএসইতে মোট লেনদেন হয়েছে ২৪৩টি কোম্পানির শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৭৫টির, কমেছে ১৩৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩২টির শেয়ার দর।

আজকের বাজার:এসএস/এলকে/২০ডিসেম্বর ২০১৭