লেনদেন শীর্ষে যে সব কোম্পানি

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আজ মঙ্গলবার লেনদেনের শীর্ষে রয়েছে  বেক্সিমকো  লিমিটেড। আজ কোম্পানিটি ৫৩ কোটি ৭৫ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, কোম্পানিটি আজ ৭ হাজার ১০১ বারে এক কোটি ৭২ লাখ ৬৮  হাজার ৫৩৩টি শেয়ার হাতবদল করেছে।

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাক ব্যাংক লিমিটেড। আজ কোম্পানিটির দুই হাজার ৮৯৭ বারে ২৮ লাখ ৩০ হাজার ১৩২টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ৩০ কোটি ১২ লাখ  টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা কেয়া কসমেটিকস ৩ হাজার ৬৬১ বারে ২৯ কোটি ২১ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস, আলিফ ম্যানুফ্যাকচারিং, জেনারেশন নেক্সট, মুন্নু সিরামিক, গ্রামীণফোন, মার্কেন্টাইল ব্যাংক ও ইফাদ অটোস লিমিটেড।

আরএম/