লেনদেন শীর্ষে শাশা ডেনিমস

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার টপ টেন গেইনার বা লেনদেনের শীর্ষ স্থান দখল করেছে শাশা ডেনিমস লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ারের দর বেড়েছে ৪ টাকা ৭০ পয়সা বা ৯ দশমিক ৮৭ শতাংশ।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, শেয়ারটি আজ সর্বশেষ ৫২ টাকা ৩০ পয়সা দরে লেনদেন হয়েছে।  এদিন ৯১০ বারে কোম্পানির ৮ লাখ ১০ হাজার ৩২৫টি শেয়ার লেনদেন করেছে। যার বাজার মূল্য  ৪ কোটি ২০ লাখ ৪৪ হাজার টাকা।

এ তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে প্রিমিয়ার লিজিং অ্যান্ড ফাইন্যান্স লিমিটেড। আজ কোম্পানিটির শেয়ার দর বেড়েছে ১ টাকা ২০ পয়সা বা ৮ দশমিক ১১ শতাংশ। এদিন কোম্পানিটি ৩৩৩ বারে ১০ লাখ ৯৬ হাজার ৭২০টি শেয়ার হাতবদল হয়। যার বাজার মূল্য ১ কোটি ৭৩ লাখ ৬৮ হাজার টাকা।

তালিকার তৃতীয় স্থানে থাকা উসমানিয়া গ্লাস শীট ফ্যাক্টরি লিমিটেডের শেয়ার দর বেড়েছে ১১ টাকা ৫০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ। এদিন কোম্পানিটি ১ হাজার ১৪৮ বারে ২ লাখ ৫৯ হাজার ৪৬৫টি শেয়ার লেনদেন করে। যার বাজার মূল্য ৩ কোটি ২০ লাখ ৫৮ হাজার টাকা।

তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অলিম্পিক এক্সেসরিজ লিমিটেড, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড, এনসিসি ব্যাংক লিমিটেড, প্রিমিয়ার ব্যাংক লিমিটেড, যমুনা ব্যাংক লিমিটেড, আর.এন.স্পিনিং মিলস লিমিটেড এবং লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড।

রাসেল/