লেনদেনের প্রথম দিনেই বসুন্ধরা পেপার মিলস লিমিটেডের শেয়ার দর বেড়েছে। এদিন কোম্পানিটির দর বেড়েছে ৬৩ দশমিক ৫০ শতাংশ বা ৫০ টাকা ৮০ পয়সা।
আজ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে বিষয়টি জানা গেছে।
সূত্র জানায়, এদিন শেয়ারটির ১৫৫ টাকা দরে লেনদেন শুরু হলেও দিনশেষে ১৩০ টাকা ৮০ পয়সা লেনদেন শেষ হয়।
কোম্পানিটির মোট ৩৫ হাজার ৪৯৫ বারে ৬৩ লাখ ৮ হাজার শেয়ার লেনদেন হয়। যার বাজার মূল্য ছিল ৮৮ কোটি ৬৫ লাখ টাকা।
কোম্পানিটির অনুমোদিত মূলধন ৫০০ কোটি এবং পরিশোধিত মূলধন ১৭৩ কোটি। কোম্পানিটির মোট শেয়ার রয়েছে ১৭ কোটি ৩৭ লাখ ৯১ হাজার ৪৪১টি।
রাসেল/