বৃহস্পতিবার ৪জানুয়ারি ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন শেষে শেয়ার দর সবচেয়ে বেশি বেড়েছে চামড়া খাতের লিগ্যাসি ফুটওয়্যারের। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
বৃহস্পতিবার কোম্পানিটির শেয়ার দর ৫৭.৯০ টাকা থেকে বেড়ে দাঁড়িয়েছে ৬৩.৪০ টাকায়। অর্থাৎ কোম্পানিটির শেয়ার দর ৫.৫০ টাকা বা ৯.৪৯ শতাংশ। এ কারণে কোম্পানিটি ডিএসইর দর বৃদ্ধির তালিকার শীর্ষে উঠে আসে।
এ তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে মুন্নু সিরামিকের ৭.২১ শতাংশ, ইস্টার্ন কেবলসের ৭.০৬ শতাংশ, ফাইন ফুডসের ৪.৭০ শতাংশ, মিরাকলের ৪.৫৯ শতাংশ, এমজেএলবিডির ৩.৮৯ শতাংশ, বিবিএস কেবলসের ৩.৭৫ শতাংশ, ওয়েস্টার্ন মেরিনের ৩.৪৭ শতাংশ, অগ্রণী ইন্স্যুরেন্সের ৩.৩৯ শতাংশ এবং নিটল ইন্স্যুরেন্সের শেয়ার দর ৩.০৫ শতাংশ বেড়েছে।
আজকের বাজার:এসএস/৪জানুয়ারি ২০১৮