পুঁজিবাজারে লেনদেন তথা শেয়ার কেনাবেচা করার সময় বাড়ানোসহ চারটি সুপারিশ করেছে ডিএসই ব্রোকারেজ অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ডিবিএ) ও ডিএসই শেয়ারহোল্ডার-পরিচালকরা।
মঙ্গলবার এক বৈঠকে তারা এ সুপারিশ করা হয়। বৈঠক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
পুঁজিবাজারের বর্তমান পরিস্থিতি পর্যালোচনা ও করণীয় সম্পর্কে আলোচনার লক্ষ্যে ডিবিএ ও ডিএসইর শেয়ারহোল্ডার-পরিচালকদের মধ্যে বৈঠক অনুষ্ঠিত হয়।
সুপারিশ চারটি হচ্ছে- লেনদেনের সময় এক ঘণ্টা বাড়ানো, ব্রোকারহাউজের অনুমোদিত প্রতিনিধি আইন সময়োপযোগী করা, পুঁজিবাজার নিয়ে যারা গবেষণা করে, তাদেরকে একটি নীতিমালার মধ্যে নিয়ে আসতে গাইডলাইন তৈরি করা এবং ডে ট্রেডিং চালু করা।
বৈঠকের বিষয়ে ডিবিএ সভাপতি আহমেদ রশিদ লালী বলেন, আমরা বৈঠকে বেশ কিছু বিষয়ে আলোচনা করেছি। এর মধ্যে কয়েকটি বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার কাছে সুপারিশ পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আমরা শিগগিরই এই সুপারিশগুলো বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে (বিএসইসি) পাঠাবো।
তিনি বলেন, বিএসইসি বিষয়গুলো পর্যালোচনা করে পুঁজিবাজারে স্বার্থে যুগোপযোগী সিদ্ধান্ত নিবে বলে আমরা আশা করছি।
আজকের বাজার:এলকে/এলকে/২৫এপ্রিল,২০১৭