বিদায়ী সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে রয়েছে রিজেন্ট টেক্সটাইল মিলস লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ৪ কোটি ২৯ লাখ ১৪ হাজার ৭৩৩টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৩০ কোটি ১২ লাখ ৭৫ হাজার টাকা।
ডিএসই সূত্র মতে, তালিকায় দ্বিতীয় স্থানে রয়েছে লংকাবাংলা ফাইন্যান্স লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির ১ কোটি ৯৭ লাখ ৪৫ হাজার ৩৩৫টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১০৬ কোটি ৬৩ হাজার টাকা।
তালিকার তৃতীয় স্থানে রয়েছে প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড। সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির ২ কোটি ১১ লাখ ৩৫ হাজার ৬০০টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ৭৯ কোটি ৬৮ লাখ ৪৬ হাজার টাকা।
তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হলো-নুরানী ডাইং অ্যান্ড সোয়েটার লিমিটেড, ইফাদ অটোস লিমিটেড, আর্গন ডেনিমস লিমিটেড, আমরা টেকনোলজিস লিমিটেড, বিডিকম অনলাইন লিমিটেড, বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এবং ব্র্যাক ব্যাংক লিমিটেড।
আজকের বাজার: এলকে/এলকে ২৪ জুন ২০১৭