লেবাননের নতুন প্রধানমন্ত্রী হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেছেন দেশটির সাবেক শিক্ষামন্ত্রী হাসান দিয়াব। এর পূর্বে একটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ছিলেন তিনি। সংসদে ১২৮ আসনের মধ্যে ৬৯ জনের সমর্থন পেয়ে নির্বাচিত হয়েছেন প্রধানমন্ত্রী দিয়াব।
বৃহস্পতিবার সন্ধ্যায় লেবাননের প্রেসিডেন্ট মিশেল আউন প্রধানমন্ত্রী হিসেবে দিয়াবের নাম ঘোষণা করেন। দেশটির ইসলামি প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর সমর্থন রয়েছে তার প্রতি। শুক্রবার দেশটির প্রধানমন্ত্রী হিসেবে দ্বায়িত্ব গ্রহণ করেছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে দ্রুত কার্যকরী মন্ত্রিসভা গঠনের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। খবর- এপি
এর পূর্বে দেশটির তীব্র বিক্ষোভের মুখে নভেম্বর মাসে প্রধানমন্ত্রী পদ থেকে সরে দাঁড়িয়েছিলেন সাদ হারিরি।
রাজনৈতিক সংস্কারের দাবিতে চলতি বছরের ১৭ অক্টোবর থেকে সরকারবিরোধী বিক্ষোভ চলছে দেশটিতে। ফলে রাজনৈতিক অচলাবস্থার মধ্যে রয়েছে দেশটি। তবে প্রধানমন্ত্রী নিয়োগের মাধ্যমে সে অবস্থার অবসান ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে।
আজকের বাজার/এমএইচ