লেবাননের প্রধানমন্ত্রী সাদ হারিরি গতকাল মঙ্গলবার তাঁর পদত্যাগের কথা ঘোষণা করেন। রাজনৈতিক ও অর্থনৈতিক সংস্কারের দাবিতে সেখানে ১৩ দিন ধরে চলে আসা সরকার বিরোধী বিক্ষোভের মুখে হারিরি পদত্যাগ করলেন।
টেলিভিশনে দেওয়া এক ভাষণে হারিরি বলেন যে প্রেসিডেন্ট মিশেল আউনের কাছে তাঁর পদত্যাগ পত্র জমা দেয়া ছাড়া আর কোন উপায় নেই।
তিনি বলেন যে হাজার হাজার লেবাননবাসী পরিবর্তন চাইছেন তাদের সেই ইচ্ছে এবং দাবির প্রতি সাড়া দিয়েই আমি পদত্যাগ করছি।
হারিরি সব রাজনৈতিক ব্যক্তিকে লেবাননের স্থিতিশীলতা রক্ষা করতে এবং সমস্যা সংকুল অর্থনীতির অবস্থা উন্নত করার আহ্বান জানান।
ভূমধ্যসাগরের পুর্ব উপকুলে অবস্থিত এই ছোট্ট দেশ লেবাননে হাজার হাজার লোক শান্তিপূর্ণ বিক্ষোভ প্রদর্শনের জন্যে রাস্তায় নেমে আসে। তারা অর্থনীতির ক্ষেত্রে বড় রকমের সংস্কারের দাবি করছে এবং দূর্নীতিগ্রস্ত এবং অযোগ্য বলে বিবেচিত রাজনৈতিক শ্রেণীকে ঢেলে সাজানোর দাবি করছে। তবে প্রধানমন্ত্রীর পদত্যাগ তাদের কতখানি সন্তুষ্ট করতে পারবে , সে নিয়ে প্রশ্ন রয়েছে।
সূত্র:ভিওএ
আজকের বাজার/লুৎফর রহমান