সোমবার লেবাননের প্রধানমন্ত্রী হাসান দিয়াব বলেছেন যে তার সরকার ২০২০ সালের বাজেটে বাধা দেবে না, যা সাদ হরিরি সরকার অক্টোবরে পদত্যাগ করেছিলেন।
ডায়াব ২০২০ সালের বাজেটের সংসদীয় বিতর্ক শুরু করার সময় বক্তব্য রাখছিলেন। গত সপ্তাহে শক্তিশালী হিজবুল্লাহ গ্রুপ এবং এর রাজনৈতিক সহযোগীদের সমর্থন নিয়ে ডায়াবের সরকার গঠিত হয়েছিল, তবে সংসদে আস্থাভাজন ভোট জিততে পারেনি।
আজকের বাজার/লুৎফর রহমান