লেবাননের দক্ষিণাঞ্চলে সোমবার ইসরায়েলি হামলায় দুজন নিহত হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় এ কথা জানিয়েছে।
গত বছরের অক্টোবরে হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধ শুরুর পর থেকে এ এলাকায় প্রায় প্রতিদিনই হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে গুলিবিনিময় চলছে।
গতসপ্তাহে ইসরায়েল হামলা চালিয়ে তেহরানে হামাসের রাজনৈতিক নেতা এবং বৈরুতে হিজবুল্লাহ গ্রুপের সামরিক প্রধানকে হত্যার পর তেহরানসহ হিজবুল্লাহর প্রতিশোধ নেয়ার অঙ্গীকারের প্রেক্ষাপটেমধ্যপ্রাচ্যে উত্তেজনার পারদ তীব্র হয়েছে।
লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়েছে, মাইস আল জাবাল শহরের কাছে শত্রুপক্ষের হামলায় দুজন নিহত হয়েছে।
ইসরায়েলি সীমান্ত থেকে দুকিলোমিটারেরও কম দূরত্বে অবস্থিতমাইস আল জাবাল শহরটি ইসরায়েলি বোমা হামলার মূল কেন্দ্রবিন্দু হওয়ায় এখানকার বাসিন্দারা অন্যত্র চলে যেতে বাধ্য হয়েছে। গাজায় ৭ অক্টোবরের যুদ্ধ শুরুর পর থেকে লেবানন ও ইসরায়েলের মধ্যে আন্তঃসীমান্ত সংঘর্ষ অব্যাহত রয়েছে।
এ সংঘর্ষে লেবানন সীমান্তে এ পর্যন্ত ৫৪৯ ব্যক্তি নিহত হয়েছে। এদের মধ্যে ১১৬ জন বেসামরিক নাগরিক।
অন্যদিকে অধিকৃত গোলান মালভূমিসহ ইসরায়েলি সীমান্তে ২২ সৈন্য ও ২৫ বেসামরিক নাগরিক নিহত হয়েছে।