লেবাননের উত্তরাঞ্চলে দাবানল মোকাবেলায় স্বেচ্ছাসেবীদের সাথে যোগ দেয়া এক কিশোর প্রাণ হারিয়েছে। অগ্নি নির্বাপন কর্মীরা আগুন থেকে ঘরবাড়ি রক্ষার জন্য লড়াই চালিয়ে যাচ্ছে। খবর এএফপি’র।
লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে, লেবাননের প্রত্যন্ত আক্কর অঞ্চলের কুবাইয়াত এলাকার বেশ কয়েকজন বাসিন্দার মধ্যে ১৫ বছর বয়সী একজন আগুন নেভাতে সাহায্য করার জন্য ঘটনাস্থলে ছুটে আসে।
আগুন ছড়িয়ে পড়ার কয়েক ঘন্টা পরে বুধবার এই যুবক মারা যান। বৃহস্পতিবার পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে রাখার লড়াই অব্যাহত রয়েছে।
লেবানন রেডক্রস জানায়, ভয়াবহ এই আগুনে আরও আট জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এছাড়া বেশ কিছু বাসিন্দাকে তাদের বাড়িঘর থেকে সরিয়ে নিতে হয়েছে।
কৃষিমন্ত্রী আব্বাস মুর্তাদা এএফপিকে বলেছেন, পরিস্থিতি ভয়াবহ। ব্যাপক আগুন বিশাল বনাঞ্চল ধ্বংস করেছে ও এখন ঘরবাড়ির জন্য হুমকি হয়ে দাঁড়িয়েছে।
লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি জানিয়েছে, সাইপ্রাসে অগ্নিনির্বাপক বিমানগুলোকে পরিস্থিতি মোকাবেলার জন্য প্রস্তুত রাখা হয়েছে।