লেবানন থেকে জসিমউদ্দিন সরকার নামেরএক ব্যাক্তি দেশের একটি শীর্ষস্থানীয় গণমাধ্যমকে জানান, মঙ্গলবার ওই কারখানার তিন তলার গোডাউনে আগুনের সূত্রপাত হয়। আগুন লাগায় বাংলাদেশি কর্মীরা ভবনের বাইরে চলে আসে। পাঁচতলা বিল্ডিংটিতে প্লাস্টিক আর তেল থাকায় আগুন নেভাতে ব্যর্থ হয় দমকল কর্মীরা।
বাংলাদেশি কর্মীরা জানান, আগুনে সর্বস্ব হারিয়েছেন তারা। এদিকে তাদের সাহায্যে পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ও পুনর্বাসন সোসাইটি। লেবাননে বাংলাদেশের রাষ্ট্রদূত আব্দুল মোতালেব সরকার কারখানার কর্তৃপক্ষের সাথে কথা বলে কর্মীদের সহায়তার আশ্বাস দেন।
আরএম/