লেবাননে মার্কিন দূতাবাসের কাছে সংঘর্ষ

লেবাননে যুক্তরাষ্ট্ররবিরোধী বিক্ষোভ হয়েছে। স্থানীয় সময় সোমবার রাজধানী বৈরুতের উত্তরে মার্কিন দূতাবাসের কাছে বিক্ষোভ চলাকালে প্রতিবাদকারীদের সঙ্গে লেবাননের নিরাপত্তা বাহিনীর সংঘর্ষ হয়।

জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের স্বীকৃতির জেরে এ বিক্ষোভ হয়। প্রতিবাদকারীদের হটাতে নিরাপত্তা বাহিনী কাঁদুনে গ্যাস ও জল কামান ব্যবহার করে।

প্রতিবাদকারীরা বৈরুতের উত্তরে আওকার জেলায় অবস্থিত মার্কিন দূতাবাসের কাছে অবস্থান নিয়ে দূতাবাসের দিকে পাথর নিক্ষেপ করে এবং রাস্তায় আগুন জ্বালায়। প্রতিবাদকারীদের বাধা দিতে দূতাবাসমুখি প্রধান সড়কে ব্যারিকেড বসিয়েছিল নিরাপত্তা বাহিনী।

সূত্র: বিবিসি

আজকের বাজার: এসএস/ আরআর/ এলকে ১০ ডিসেম্বর ২০১৭