আমাদের দেশের প্রত্যেক চাষিরাই স্বপ্ন দেখে অধিক আয়ের। ঠিক তেমনিভাবে স্বপ্ন দেখছেন হাকিমপুর উপজেলার ছোট জালালপুর গ্রামের লেবু চাষি নজিব বিন হাবিব। তিনি সাড়ে ৫ বিঘা জমিতে লেবুর বাগান গড়েছেন। এতে কমপক্ষে ৩ লাখ টাকার লেবু বিক্রি করতে পারবেন বলে মনে করছেন।
লেবু চাষি নজিব বিন হাবিব বলেন, তিনি সখের বসে সাড়ে ৫ বিঘা জমির উপর তিনটি লেবুর বাগান করেছি। তিনি বলেন১৮ মাস আগে উপজেলা কৃষি অফিসের পরামর্শে আড়াই বিঘা, দেড় বিঘার দুইটি মোট সাড়ে পাঁচ বিঘায় ৩টি লেবুর বাগান করি।বাগানে তিন জাতের লেবু গাছ আছে। চায়না থ্রি, সিফলেস এলাসি ও টাঙ্গাইলি লেবু। তবে চায়না থ্রি লেবু গাছে সারা বছর লেবু ধরে। কম খরচে ফলন ভালো ও লাভ বেশি হওয়ায় বাণিজ্যিকভাবে লেবু চাষ শুরু করেছি।’
তিনি বলেন, ‘লেবু চাষে প্রতি বিঘায় ১৫ হাজার করে মোট সাড়ে পাঁচ বিঘা জমিতে প্রায় ৮০ হাজার টাকা খরচ হয়েছে আমার। আমার বাগানের প্রতিটি গাছে প্রচুর লেবু ধরেছে। আশা করছি আগামী রমজানের মধ্যে তিনটি বাগান থেকে কমপক্ষে ৩ লাখ টাকার লেবু বিক্রি করতে পারবো।’
আমার লেবু বাগান দেখে অনেকেই লেবুবাগান করতে উদ্বুদ্ধ হচ্ছেন।
আজকের বাজার/শারমিন আক্তার