লেস্টার সিটিকে হারাল ম্যান ইউ

গত কয়েকটি ম্যাচে স্পটকিক মাথাব্যথার কারণ হয়ে দেখা দিয়েছিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের জন্য। সেই স্পটকিক থেকেই করা একমাত্র গোলে শনিবার ঘরের মাঠে লেস্টার সিটিকে পরাজিত করল ম্যান ইউ। পেনাল্টি থেকে ম্যাচের ৮ মিনিটে করা র‍্যাশফোর্ডের গোলেই প্রিমিয়র লিগে কাঙ্খিত দ্বিতীয় জয় তুলে নিল ম্যাঞ্চেস্টার ইউনাইটেড। একইসঙ্গে লিগ টেবিলে চতুর্থস্থানে উঠে এল রেড ডেভিলসরা।

যদিও সারা ম্যাচে একাধিক ক্ষেত্রে ডি গিয়া জ্বলে না উঠলে ম্যাচের ফল অন্যরকম হতেই পারত। ম্যাচের চতুর্থ মিনিটেই লেস্টার মিডিও জেমস ম্যাডিনসনের দুরন্ত সাইড ভলি ততোধিক দক্ষতায় রুখে দেন ম্যান ইউ গোলরক্ষক। চার মিনিট বাদে নিজেদের বক্সে র‍্যাশফোর্ডকে অবৈধ উপায়ে বাধা দেওয়ায় পেনাল্টি পায় ম্যান ইউ। ক্রিস্টাল প্যালেসের বিরুদ্ধে স্পটকিক নষ্ট করে সমালোচনায় বিদ্ধ হয়েছিলেন তরুণ ইংরেজ স্ট্রাইকার। তবে এদিন স্পটকিক থেকে নিশানায় অব্যর্থ থাকলেন র‍্যাশফোর্ড।

এ জয়ের ফলে ৫ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে চারে উঠে এল ম্যান ইউ।

আজকের বাজার/লুৎফর রহমান