ধান সংকট ও বিদেশী চালের প্রভাবে বন্ধ হয়ে যাচ্ছে দেশের পূর্বাঞ্চলের বড় পাইকারী মোকাম ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জের দেড় শতাধিক চাতাল। লোকসানের আশংকায় বন্ধের পথে রয়েছে আরো শতাধিক চালকল। এতে করে বেকার হয়ে দূর্বিসহ জীবন কাটাচ্ছেন প্রায় ১০ হাজার চাতাল শ্রমিক। দেশের বিভিন্ন স্থান থেকে হাজার হাজার মন ধান আসতো আশুগঞ্জের এসব মোকামে। আর এসব ধান চারশরও বেশি চাতাল কলে প্রক্রিয়াজাত করে দেশের অন্যান্য জেলায় সরবরাহ করা হতো চাল। কিন্তু চলতি কয়েক দফা বন্যায় হাওরাঞ্চলের ধান তলিয়ে যাওয়ায় লোকসানের মুখে পড়ে কৃষকরা। সে কারণে অন্যান্য বছরের তুলনায় আশুগঞ্জ মোকামে ধানের আমদানি গেছে কমে। তাই লোকসানের মুখে বন্ধ হয়েছে এসব চাতাল।
আজকের বাজার:এলকে/এলকে ২৬ নভেম্বর ২০১৭