লোকসানে আরামিট সিমেন্ট

পুঁজিবাজারে তালিকাভুক্ত আরামিট সিমেন্টের লিমিটেড তৃতীয় প্রান্তিকের অডিটবিহীন আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। জানুয়ারি ২০১৭- মার্চ২০১৭ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯২ পয়সা।

ডিএসই সূত্রে জানা গেছে, আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান করেছে ৯২ পয়সা। আগের বছরের একই সময়ে ছিল ২৪ পয়সা।

জান গেছে, সর্বশেষ ৯ মাসে কোম্পানির শেয়ার প্রতি লোকসান হয়েছে ১ টাকা ৫৮ পয়সা। গত বছরের একই সময়ে ইপিএস ছিল ২৮ পয়সা।

এছাড়া কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্যের (এনএভি) হয়েছে ১২ টাকা ৫৫ পয়সা।

আজকের বাজার:এলকে/এলকে/৩০এপ্রিল,২০১৭