তথ্য ফাঁসের ঘটনায় এক সপ্তাহে পাঁচ হাজার ৮০০ কোটি ডলার ক্ষতির সম্মুখীন হয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুক।
এ ঘটনায় ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ ক্ষতিগ্রস্ত ৫০ লাখ ব্যবহারকারীর কাছে দুঃখ প্রকাশ করে ক্ষমা চেয়েছেন। তথ্য ফাঁসের পর সামাজিক যোগাযোগ মাধ্যমটিকে নিয়ে বিভিন্ন গণমাধ্যমে নেতিবাচক খবর প্রচার করায় বাজারে কমেই চলছে তাদের শেয়ারের দাম।
গতকাল, ফেইসবুকের শেয়ার বিক্রি হয়েছে ১৫৯ ডলার ৩০ সেন্ট দরে। যা গেলো সোমবারও বিক্রি হয়েছে ১৭৬ ডলার ৮০ সেন্ট দরে। ২০১২ সালে প্রথমবারের মতো বাজারে পাবলিক শেয়ার ছাড়ে ফেইসবুক। ৩৮ ডলার দরে ছাড়া সেই শেয়ারের মূল্য বেড়ে বর্তমানে প্রতিষ্ঠানটির মোট বাজার মূল্য দাড়িয়েছে ১০ হাজার ৪০০ কোটি ডলারে।
আজকের বাজার/আরজেড