অভিনেতা নাঈম ও মডেল সাবিনা রিমা এই প্রথমবার জুটি বেঁধে একটি টেলিছবিতে অভিনয় করেছেন। নাম ‘লোভ’।
এই নাটকে একসঙ্গে দুই ভাষায় সংলাপ আওড়াতে হয়েছে অভিনেত্রী সাবিনা রিমাকে। নোয়াখালির ভাষা এবং ঢাকার ভাষায় কথা বলতে হয়েছে। যখন সাবিনা রেগে যায় তখন নোয়াখালির আঞ্চলিক ভাষায় কথা বলে। অন্যসময় শুদ্ধ ভাষা।
গল্প ও পরিচালনা করেছেন সহিদ উন নবী। লোভ নিয়ে নির্মাতা নবী বলেন, দুই ভাই ও তার বউয়ের গল্প নিয়ে নির্মিত হয়েছে ‘লোভ’। গল্পটাও খুব চমৎকার। আমি যত্ন নিয়ে বানিয়েছি। কাজটা দর্শকরা দেখলে পরিশ্রম সার্থক হবে।
সাবিনা রিমা বলেন, খুব ভালো লেগেছে কাজটা করে। তিনি বলেন, আমি খুব কম কাজ করি। লোভ নাটকের গল্প, চরিত্র ভালো লাগায় না করিনি। তাছাড়া নাঈম ভাই অনেক ভালো একজন অভিনেতা। তার সঙ্গে কাজ করে স্বাচ্ছন্দ পেয়েছি।
গত ৬ থেকে ৮ মে পর্যন্ত ঢাকার কাছেই মেঘবাড়ি রিসোর্টে ‘লোভ’ টেলিছবির শুটিং সম্পন্ন হয়েছে। ঈদের আগেই এটি চ্যানেল আইতে প্রচার হবে জানান নির্মাতা নবী।
এফএস নাঈম ও সাবিনা রিমা ছাড়াও অভিনয় করেছেন মারজুক রাসেল, শিল্পী সরকার অপু, সান্ত্বনা, পনির প্রমুখ।
আজকের বাজার/আরআইএস