জেলার লোহাগড়া নলদী বাজারে আগুন লেগে তিনটি দোকান পুড়ে গেছে। রোববার রাত ১০টার দিকে অগ্নিকান্ডের এ ঘটনা ঘটে।
জানাগেছে, নলদী বাজারের দর্জি জানু বিশ্বাসের দোকান থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। আগুনে ওবায়দুরের পোশাকের দোকান ও এরশাদের মুদিখানার দোকান পুড়ে যায়। ক্ষতিগ্রস্তরা দাবি করেছে এতে তিনটি দোকানের কমপক্ষে ৫ লাখ টাকার ক্ষতি হয়েছে।
নড়াইল ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শামীমুল ইসলাম জানান, ফায়ার সার্ভিসের সদস্যরা প্রায় এক ঘণ্টার চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ ঘটনা ঘটেছে বলেও জানান তিনি। খবর-বাসস
আজকের বাজার/আখনূর রহমান