বাংলাদেশ ক্রিকেট দলের সফল ওয়ানডে অধিনায়ক ও নড়াইল-২ আসনের সংসদ সদস্য মাশরাফি বিন মর্তুজা লোহাগড়া উপজেলার মধুমতি নদীর ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেছেন। সোমবার সকাল ১০টায় উপজেলার লোহাগড়া ও কোটাকোল ইউনিয়নের বিভিন্ন এলাকার নদী ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন করেন।
এসময় লোহাগড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মুকুল কুমার মৈত্র, উপজেলা আওয়ামীলীগের সভাপতি মুন্সী আলাউদ্দিন, সাধারণ সম্পাদক সৈয়দ মশিয়ুর রহমান, উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান শিকদার নজরুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাশেদুল হাসান রাশেদসহ ক্ষতিগ্রস্থরা উপস্থিত ছিলেন।
এসময় মাশরাফি বিন মর্তুজা বলেন, নদীর ভাঙ্গন রক্ষায় জরুরী ভিত্তিতে অস্থায়ি বাঁধ নির্মাণের কাজ চলছে। দ্রুতই স্থানীয় বাঁধ নির্মাণের জন্য পানি উন্নয়ন বোর্ডের সংশ্লিষ্টদের সাথে কথা বলে ব্যবস্থা নেওয়া হবে। দ্রুত সময়ের মধ্যে নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্থদের তালিকা করে সহযোগিতা জন্য উপজেলা প্রশাসনকে নির্দেশ দেন তিনি। তথ্য:বাসস
আজকের বাজার/আখনূর রহমান