ল্যাটিন আমেরিকা ও ক্যারিবীয় দেশগুলোতে কোভিড-১৯ ভাইরাসে আক্রান্তের সংখ্যা ১০ লাখ ছাড়িয়ে গেছে। এ অঞ্চলের সংক্রমনের অর্ধেকটারও বেশি ঘটেছে ব্রাজিলে। সরকারি সূত্রের বরাত দিয়ে রোববার এএফপি একথা জানায়।
এ অঞ্চলে মহামারি কোভিড-১৯ ভাইরাস ছড়িয়ে পড়ার শুরু থেকে এ পর্যন্ত আক্রান্তের সংখ্যা বেড়ে মোট ১০ লাখ ১৬ হাজার ৮২৮ জনে দাঁড়িয়েছে। কেবলমাত্র বাজিলেই করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৫ লাখ ১৪ হাজার ৮৪৯।
কোভিড-১৯ ভাইরাসে মৃতের সংখ্যার দিক থেকে ব্রাজিল বিশ্বের চতুর্থ সর্বোচ্চ অবস্থানে চলে এসেছে। এদিক থেকে যুক্তরাষ্ট্র প্রথম, ব্রিটেন দ্বিতীয় ও ইতালি তৃতীয় স্থানে রয়েছে। তথ্য-বাসস
আজকের বাজার/আখনূর রহমান